মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্র মেরামতের অনুমোদন, ব্যয় হবে ৯০১ কোটি টাকা

র জন্য ব্যয় ধরা হয়েছে ৯০১ কোটি ৮৫ লাখ টাকার বেশি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) আওতাধীন বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্র মেরামতের উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৯০১ কোটি ৮৫ লাখ টাকার বেশি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইন অত্যাধুনিক মডেলের সিঙ্গেল স্যাপ্ট এবং সেলফ সিক্রোনাইজ সিফটিং ক্লচ সংবলিত। বিদ্যুৎকেন্দ্রটির যন্ত্রাংশ সিমেন্স ছাড়া অন্য কেউ উৎপাদন করে না এবং ইতোমধ্যেই এর ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে।

দীর্ঘমেয়াদি চুক্তি না থাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব জনবল দ্বারা শিডিউল মেইনটেন্যান্সসহ অন্যান্য কার্যক্রম সম্পাদনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে মাত্র একটি দরপত্র জমা পড়ে। সব প্রক্রিয়া শেষে টিইসি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুপারিশের ভিত্তিতে জার্মানির কনসোর্টিয়াম অব সিমেন্স এনার্জি গ্লোবাল জিএমবিএইচ অ্যান্ড কে. জি. এবং সিমেন্স এনার্জি বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে এ সেবা নেওয়ার সিদ্ধান্ত হয়। এতে ব্যয় হবে ৯০১ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার ৩৫৩ টাকা।

এছাড়া বৈঠকে বিদ্যুৎ বিভাগের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়। এর আওতায় ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ)’ প্রকল্পের প্যাকেজ নম্বর-১১ এর অধীনে ৩৩/১১ কেভি ১*১০/১৪ এমভিএ জিআইএস টাইপের চারটি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0