বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

কুন্দের সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার

বার্সার কাছে কুন্দের গুরুত্ব কতটা সেটার প্রমাণ হিসেবে বলা যায়- ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মৌসুমে বলতে গেলে ম্যাচই মিস করেননি তিনি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সেন্টারব্যাক হিসেবে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন জুলস কুন্দে। তবে বার্সার তৎকালীন কোচ জাভি হার্নান্দেজ তাকে রাইটব্যাক পজিশনে খেলানো শুরু করেন। আর এখন এই পজিশনেই নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। এতটাই ভালো করছেন যে এখন হ্যান্সি ফ্লিকের প্রথম পছন্দের রাইটব্যাক কুন্দেই।

বার্সার কাছে কুন্দের গুরুত্ব কতটা সেটার প্রমাণ হিসেবে বলা যায়- ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মৌসুমে বলতে গেলে ম্যাচই মিস করেননি তিনি। ২০২৩ সালের ২৫ নভেম্বর থেকে ২০১৫ সালের ১৯ এপ্রিল পর্যন্ত তিনি মোট ৮৬টি ম্যাচ খেলেছেন। যা দলের অন্য যে কোনো ফুটবলারের চেয়ে বেশি।

২৬ বছর বয়সী এই ফরাসি ডিফেন্ডারের দিকে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার নজর ছিল। তবে গার্দিওলার চেষ্টার এখানেই ক্ষান্ত দিতে হচ্ছে। কারণ বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন কুন্দে। ২০৩০ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকবেন তিনি। দুই পক্ষের আগের চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত।

বার্সেলোনা এক বিবৃতি দিয়ে কুন্দের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি জানিয়েছে। চুক্তি করে কুন্দে বলেছেন, ‘এখানে আমি অনেক খুশি। দলে আমি অনেক প্রশান্তি অনুভব করি, ক্লাবের আকাঙ্খার দ্বারা অনুপ্রাণিতও। আমরা প্রতি বছর সব ধরনের শিরোপার জন্য লড়াই করি। দল ছাড়ার কোনো ইচ্ছা আমার নেই।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0