স্পোর্টস ডেস্ক
ঢাকা: অল্প বয়সেই ফুটবল দুনিয়ার নজর কেড়েছেন সুইডেনের ১৯ বছর বয়সি উইঙ্গার রুনি বার্দগি। ক্যারিয়ারের শুরুর লগ্নেই তাকে দলে টেনেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।
কুয়েতে জন্ম নেওয়া এই ফুটবলারকে এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে দলে নেওয়ার খবর সোমবার নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত এখানে খেলবেন তিনি। তার ট্রান্সফার ফি’র বিষয়ে বার্সেলোনার বিবৃতিতে কিছু জানানো হয়নি।
২০২০ সালের গ্রীষ্মে ড্যানিশ ক্লাব কোপেনহেগেনে যোগ দেন বার্দগি। বয়সভিত্তিক দল নিয়ে ক্লাবটিতে তার যাত্রা শুরু হলেও বছর দুয়েকের মধ্যেই সিনিয়র দলে জায়গা করে নেন তিনি।
আগে থেকেই বার্দগিকে ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন ভাবা হচ্ছে। মাঝে গুরুতর এক চোটে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি, যা তার তরুণ বয়সে উন্নতিতে বড় বাধার সৃষ্টি করে। তবে চোট কাটিয়ে ফেরার পর নিজেকে আবার মেলে ধরতে খুব বেশি সময় নেননি তিনি।
কোপেনহেগেনের জার্সিতে তিনটি ড্যানিশ লিগ ও দুটি ড্যানিশ কাপ জিতেছেন বার্দগি। দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলে ১৫টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0