স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ সময় আজ রাত ১১টা ৩০ মিনিটে মাঠে নামার মধ্য দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ রিয়াল মায়োর্কা। নতুন মৌসুম শুরুর ঠিক আগে সুখবর পেয়েছে বার্সা। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আনা মার্কাস রাশফোর্ড ও এস্পানিওল থেকে কেনা গোলরক্ষক জোয়ান গার্সিয়ার নিবন্ধন সম্পন্ন করেছে ক্লাবটি।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। ম্যাচের স্কোয়াড লিস্টেও আছেন গার্সিয়া ও রাশফোর্ড। যার অর্থ মায়োর্কার বিপক্ষে গোলরক্ষক গার্সিয়ার অভিষেক হতে যাচ্ছে। আর বার্সা কোচ হানসি ফ্লিক চাইলে লা লিগায় অভিষেক করাতে পারেন রাশফোর্ডকেও।
যেভাবে নিবন্ধন সম্পন্ন হলো
ডিফেন্ডার ক্লেমেন্ট লেংলে এবং ইনিগো মার্টিনেজ এই মৌসুমে বার্সেলোনা ছেড়েছেন। ফরোয়ার্ড আনসু ফাতিও নেই। সেই সঙ্গে লম্বা ইনজুরির কারণে অধিনায়ক মার্ক টের স্টেগানকে আপাতত নিবন্ধন করায়নি বার্সা। তাদের জায়গায় রাশফোর্ড ও গার্সিয়ার নিবন্ধন করিয়েছে বার্সা বোর্ড।
এখনও যাদের নিবন্ধন বাকি
রাশফোর্ড ও গার্সিয়ার নিবন্ধন সম্পন্ন করলেও গোলরক্ষক ভয়চেক সেজনি, ২৩ বছর বয়সী লেফট ব্যাক জেরার্ড মার্টিন এবং ১৯ বছরের রাইট উইঙ্গার রুনি বার্দগিকে নিবন্ধন করাতে পারেনি বার্সা। তবে দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে তাদের নিবন্ধনও করিয়ে ফেলার বিষয়ে আত্মবিশ্বাসী বার্সা।
তাদের নিবন্ধন করানোর পরিকল্পনা
বার্সায় এখন চারজন গোলরক্ষক আছেন। তারা হলেন- গার্সিয়া, সেজনি, টের স্টেগান এবং ইনাকি পিনা। বার্সা আশা করছে, দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে ইনাকি পিনাকে বিক্রি কিংবা ধারে পাঠাতে পারবে তারা। এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডার অরিওল রোমেউ এবং ১৯ বছর বয়সী রাইট ব্যাক হেক্টর ফন্টকে বিক্রি করার বিষয়ে আশাবাদী বার্সা। তারা ক্লাব ছাড়লে সেজনি, রুনি ও মার্টিনকে নিবন্ধন করাবে কাতালানরা।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0