স্পোর্টস ডেস্ক
ঢাকা: প্রচারকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে প্রাক-মৌসুমে জাপান সফর বাতিল করার ঘোষণা দেয় বার্সেলোনা। তবে ঝামেলা মিটিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে তারা।
শুক্রবার এক বিবৃতি সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
আগামী রবিবার জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। এরপর ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার ক্লাব সিউল এফসি ও ৪ অগাস্ট দেগু এফসির মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা।
প্রচারকারী প্রতিষ্ঠানের গুরুতর চুক্তিভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার জাপান সফর বাতিল করে দেয় বার্সেলোনা। তবে দক্ষিণ কোরিয়া সফরের পথ খোলা রাখে তারা। এশিয়ার দেশটিতে দুটি ম্যাচ সমন্বয় করার কথা বলে তারা।
চুক্তির সমস্যা সমাধান হয়ে যাওয়ায় এখন জাপান ও দক্ষিণ কোরিয়া, দুটি দেশেই সফর করবে বার্সেলোনা।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0