আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: কুয়েতে এটিএম জালিয়াতির মাধ্যমে অর্থ চুরির অভিযোগে এক বাংলাদেশি ও দুই পাকিস্তানিকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকের নাম রাজু, যিনি কুয়েতের আল-জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন। অপরদিকে, দুই পাকিস্তানি ছিলেন মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানির কর্মী।
সোমবার (৪ আগস্ট) কুয়েতের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
কুয়েতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত রাজু ও তার পাকিস্তানি সহযোগীরা সমন্বিতভাবে এটিএম বুথে কার্ডলেস জালিয়াতি করে গ্রাহকের একাউন্ট থেকে অর্থ তুলে নিতেন। জালিয়াতির মাধ্যমে চুরি হওয়া অর্থ দেশের বাইরে পাচার করাও হতো বলে জানা গেছে।
বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাজুকে শনাক্ত করা হয়। বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকা থেকে তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫ হাজার কুয়েতি দিনার, অবৈধ অর্থ স্থানান্তরের জন্য ব্যবহৃত সিম কার্ড, একাধিক ব্যাংক কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দেশে টাকা পাঠানোর বেশ কিছু মানি ট্রান্সফার স্লিপও পাওয়া যায়।
রাজুর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং এটিএম বুথে থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। তদন্তে জানা গেছে, এই চক্র মূলত কুয়েতি নাগরিক ও প্রবাসীদের টার্গেট করে কার্ডলেস লেনদেনের নামে বুথ থেকে টাকা তুলে নিত।
কুয়েতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই চক্রটির আন্তর্জাতিক সংযোগ রয়েছে এবং এটি পাকিস্তান থেকে পরিচালিত একটি বড় সিন্ডিকেটের অংশ।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0