স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভা ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঢাকায় বৈঠক আয়োজন নিয়ে নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা প্রকাশ করে সভাটি ‘নিরপেক্ষ ভেন্যুতে’ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে বিসিসিআই প্রতিনিধি দল পাঠাতে অনিচ্ছুক, এবং যদি স্থান পরিবর্তন না হয়, তবে তারা পুরো বৈঠক থেকেই সরে দাঁড়াতে পারে।
এর আগে বিসিসিআই আগস্টে বাংলাদেশ সফরে একটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে, যার পেছনেও ছিল একই ধরনের ‘উদ্বেগ’।
ভারতের এমন অবস্থান আবারও আলোচনায় এসেছে, কারণ ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। সেই টুর্নামেন্ট নিয়ে প্রস্তুতি চললেও, পাকিস্তানের বিপক্ষে ভারতের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে রাজনৈতিক টানাপড়েনের কারণে।
তবে আইসিসি ও এসিসি ইভেন্টে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে এখনো কোনও আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই, এবং উভয় বোর্ডের পক্ষ থেকেও এখনও এমন কোনো নির্দেশনা আসেনি।
বর্তমানে আলোচনায় রয়েছে ২০২৫ এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব, যেখানে সম্ভাব্য সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর এবং শেষ হবে ২১ সেপ্টেম্বর।
প্রথম রাউন্ডেই ৭ সেপ্টেম্বর দুবাইয়ে হতে পারে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ, এবং সুপার ফোর পর্বে আরও একটি ম্যাচ দেখা যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে।
এই আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে অংশ নেবে ছয় দল—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত ও অন্যান্য বিষয় নির্ধারণে ভারতের বোর্ড সরকারের কাছেও অনুমোদনের জন্য আবেদন জানিয়েছে।
উল্লেখ্য, আগেরবারের এশিয়া কাপ (যা ওয়ানডে ফরম্যাটে হয়েছিল) ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0