মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল

সফররত ৩০ সদস্যের বাংলাদেশ দলে ফুটবলার ২৩জন। বাকি ৭জন কোচিং স্টাফ। সবাই সোমবার সকালে দেশ ছেড়েছেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: জর্ডানে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে পিটার বাটলারের শিষ্যরা স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। তার পরেই আগামী মাসে হবে এশিয়ান কাপ কোয়ালিফায়ার।

বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ নারী ফুটবল দল এখন জর্ডানের রাজধানী আম্মানের পথে। সেখানে দুটি অফিশিয়াল ফিফা উইমেন্স আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা।

সফররত ৩০ সদস্যের বাংলাদেশ দলে ফুটবলার ২৩জন। বাকি ৭জন কোচিং স্টাফ। সবাই সোমবার সকালে দেশ ছেড়েছেন। মাঝে ট্রানজিটের বিরতি দেবেন বাহরাইনের রাজধানী মানামায়। জর্ডানের আম্মানে আজকেই পৌঁছানোর কথা।

৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ মে জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জর্ডানের প্রীতি ম্যাচের পর বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে। সেখানে বাংলাদেশ সি গ্রুপে অবস্থান করছে। তাদের প্রতিপক্ষ মায়ানমার, বাহরাইরান ও তুর্কমেনিস্তান। বাছাই শুরু ২৩ জুন।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0