স্পোর্টস ডেস্ক
ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে অবশ্য চাপে সফরকারীরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯২ রান। এখনো হাতে আছে ১৩ ওভার ও ৫ উইকেট। এ অবস্থায় দলের দায়িত্ব নিয়েছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী।
দলের ইনিংসের ভিত্তি গড়ে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ঝড়ো ব্যাটিংয়ে ৬৯ বলে ৬৭ রান করেন তিনি, ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার ঝলক। তবে ইমন ছাড়া আর কেউ তেমন রান করতে পারেননি। তানজিদ হাসান ৭, শান্ত ১৪, মিরাজ ৯ ও শামীম হোসেন ২২ রান করে ফিরে যান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তাওহীদ হৃদয় ২৮ রানে এবং জাকের আলী ৬ রানে অপরাজিত আছেন। শেষের দিকে দ্রুত রান তুলতে তাদেরই ভরসা করছে টাইগার শিবির।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো। এখন পর্যন্ত ৫ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। এছাড়া হাসারাঙ্গা, আসালাঙ্কা ও চামিরা ১টি করে উইকেট পেয়েছেন।
ম্যাচের শুরুতে পাওয়ারপ্লেতে ৬৫ রান তুলেছিল বাংলাদেশ। ইমনের ফিফটির পর আশা জাগিয়েছিল ব্যাটিং লাইনআপ, কিন্তু ধারাবাহিকভাবে উইকেট হারানোর কারণে মধ্য ওভারে চাপে পড়ে যায় দল।
বাংলাদেশ আজ যে একাদশ নিয়ে নেমেছে: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানের্জ, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0