স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিশ্বের জনপ্রিয় খেলাধুলার একটি শাখা ই-স্পোর্টস। এর অংশ হিসেবে প্রথমবারের মতো ফিফা ই-ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতা ২০২৫ সালের শেষ দিকে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে। সেখানে গেম কনসোল ও মোবাইল গেমিং প্ল্যাটফর্মে দেশের গেমাররা প্রথমবারের মতো জাতীয় পতাকা বহনের সুযোগ পাবেন।
২৪ আগস্ট রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে ‘বিএফএফ ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ারস, রোড টু রিয়াদ ২০২৫’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বাফুফে জানায়, বাংলাদেশের গেমাররা তিনটি বিভাগে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন—ই-ফুটবল কনসোল, ই-ফুটবল মোবাইল এবং রকেট লিগ।
টুর্নামেন্টটি অনেকটা ফিফা বিশ্বকাপের কাঠামোর মতো সাজানো হয়েছে, যেখানে প্রতিযোগীরা নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করবেন। তাই গেমারদের জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং গর্বের একটি মঞ্চ, যেখানে জাতীয় পতাকা বহনের সুযোগ থাকবে।
প্রতিযোগিতার প্রাথমিক ধাপ ‘চ্যালেঞ্জার সিরিজ’ ইতোমধ্যেই শুরু হয়েছে। এরপর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার রাউন্ড, যেখানে বাফুফে কনসোল বিভাগ থেকে দুইজন এবং মোবাইল বিভাগ থেকে একজন খেলোয়াড়কে বেছে নেবে। এরা অংশ নেবেন এশিয়া-ইস্ট ও ওশানিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ারে।
এই আঞ্চলিক বাছাইপর্ব থেকেই নির্ধারিত হবে কে রিয়াদের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন। কনসোল প্ল্যাটফর্ম থেকে তিনটি দল এবং মোবাইল প্ল্যাটফর্ম থেকে চারজন খেলোয়াড় এই অঞ্চল থেকে ফাইনাল রাউন্ডে অংশ নেবেন। ফাইনালে জায়গা পাবে মোট ছয়টি অঞ্চল থেকে বাছাইকৃত ১১টি দল। রকেট লিগ বিভাগের কোয়ালিফিকেশন প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি, যা পরে জানানো হবে।
বাফুফে জানিয়েছে, জাতীয় বাছাইয়ের জন্য কনসোল বিভাগের রেজিস্ট্রেশন ২৪ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৯ আগস্ট পর্যন্ত। মোবাইল গেমিংয়ের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। রকেট লিগ বিভাগের রেজিস্ট্রেশন চলবে ২৫ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এ বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে। সবগুলো ম্যাচই অফলাইনে (LAN ভিত্তিক) আয়োজন করা হবে, তবে ভেন্যুর বিস্তারিত পরে জানানো হবে।
আঞ্চলিক বাছাইপর্বের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। কনসোল বিভাগের বাছাই চলবে ১৭ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, আর মোবাইল বিভাগের বাছাই হবে ২ থেকে ১২ অক্টোবরের মধ্যে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0