মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

৭ রানে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭ রানে ব্যাট করছে বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সিরিজ বাঁচানোর মিশনে নেমে শুরুতেই ভুগছে বাংলাদেশ। দুই ওভারে ২ উইকেট হারিয়ে চাপে আছে সফরকারী দল। প্রথম ওভারের শেষ বলে থুসারার বলে বোল্ড হন পারভেজ ইমন। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এর পরের ওভারেই আরেক ওপেনার তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। ফার্নান্দোর বলে পেরেরার তালুবন্দি হয়ে ৮ বলে ৫ রান করে ফেরেন তিনি। ২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটনের সঙ্গী তাওহিদ হৃদয়।

এর আগে প্রথম টি-টোয়েন্টির মত দ্বিতীয় ম্যাচেও টস হারেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

দ্বিতীয় ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। তাসকিন আহমেদ, তানজিম হাসানের সঙ্গে আজ নেই মোহাম্মদ নাঈম শেখ। তাদের পরিবর্তে এলেন জাকের আলি, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।

এদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া লঙ্কানদের একাদশে কোন পরিবর্তন আসেনি। একই একাদশ নিয়ে নামছে স্বাগতিকরা।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0