শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সাফল্যে ভর করে আত্মবিশ্বাসী বাংলাদেশ

আজ আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে বাংলাদেশের কোয়ালিফিকেশনের সম্ভাবনা আরও দৃঢ় হবে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে পেসার তানজিম সাকিব জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে লঙ্কানদের বিপক্ষে সাফল্য তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।

শেষ পাঁচ টি-টোয়েন্টি লড়াইয়ে তিনবার জিতেছে বাংলাদেশ, যার মধ্যে গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে ২-১ সিরিজ জয় বিশেষ প্রেরণা জোগাচ্ছে টাইগারদের।

এবারের এশিয়া কাপে হংকংকে ৭ উইকেটে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। আজ আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে বাংলাদেশের কোয়ালিফিকেশনের সম্ভাবনা আরও দৃঢ় হবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের তরুণ পেসার তানজিম বলেন, ‘খুবই সহজ। আমাদের লক্ষ্য জয়। শ্রীলঙ্কায় আমরা শেষবার সিরিজ জিতেছি, যা আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মাঠে নামব জয়ের লক্ষ্যেই। ’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। প্রতিটি খেলোয়াড়কে চিনি, পরিকল্পনাও সেই অনুযায়ী। ওদের দলে ভালো খেলোয়াড় আছে, কিন্তু আমরা সেরাটা খেলেই তাদের আটকাতে চাই। ’

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথে সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনার অভাব ছিল না। তবে তানজিম জানান, তিনি এসব নিয়ে ভাবছেন না। তার ভাষায়, ‘প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। তবে আমার কাছে জেতাই আসল। সেটা শ্রীলঙ্কা, আফগানিস্তান বা পাকিস্তান—যেই হোক না কেন। শ্রীলঙ্কাকে হারানোর অভিজ্ঞতা অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস দেয়। ’

নিজের ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি শুধু লাইন ও লেন্থে মনোযোগ দিয়েছিলাম। প্রতিপক্ষ যেই হোক, লক্ষ্য একই ছিল। আবারও সেটাই ফোকাস করছি। বেশি কিছু নতুন চেষ্টা না করে আগের সাফল্যের পথেই ফিরতে চাই। ’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

সাকিবের রেকর্ড কেড়ে নেওয়ার অপেক্ষায় লিটন
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২৭ বিকাল
পরিসংখ্যানের পাতায় বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫৭ দুপুর
মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫২ দুপুর
মাইলফলকের সামনে তাসকিন
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৩৮ দুপুর
Leave a Comment

Comments 0