স্পোর্টস ডেস্ক
ঢাকা: প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হেরে টপ অ্যান্ড টি-টোয়েন্টি শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল।
সেই হতাশা কাটিয়ে আজ ডারউইনে নেপালের বিপক্ষে জয় পেল নুরুল হাসান সোহানের দল।
জিশান আলমের দুর্দান্ত ফিফটি আর আফিফ হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ৩২ রানের জয়ে প্রথম সাফল্য তুলে নিল বাংলাদেশ ‘এ’।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ (২৫) ও জিশান যোগ করেন ৬২ রান। এরপর জিশান খেলেন দারুণ এক ইনিংস— ৫ ছক্কা ও ৪ চারে ৭৩ রান।
শেষদিকে ঝড় তোলেন আফিফ হোসেন। মাত্র ২৩ বলে ৯ চারে অপরাজিত ৪৮ রান করে দলকে পৌঁছে দেন ১৮৬ রানে। নেপালের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রিজান ধাকাল।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে নেপাল। যদিও প্রথম পাঁচ ব্যাটার সবাই দুই অঙ্কে পৌঁছান, কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি কুশল মাল্লা ছাড়া। তিনি একাই ৬ চার ও ১ ছক্কায় খেলেন ৫৯ রানের লড়াকু ইনিংস।
দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন আসিফ শেখ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নেপাল থেমে যায় ১৫৪ রানে। বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান নেন সর্বোচ্চ ৩ উইকেট।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0