বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বেসরকারি লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

বেসরকারি লিগে দেশের নাম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তান লিজেন্ডস নামে অংশ গ্রহণ করে একটি দল। যে দলে দেশটির সাবেক ক্রিকেটাররা খেলছেন। তবে পাকিস্তানের এই দলের বিপক্ষে ম্যাচ বর্জন করেছে ভারত লিজেন্ডস। যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এমন ঘটনার পর কোনো বেসরকারি লিগে দেশের নাম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টেলিকম এশিয়া স্পোর্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউসিএলয়ের চলমান আসরকে ভারত-পাকিস্তান লড়াই হিসেবে উপস্থাপন করা হচ্ছিল। যা ভালোভাবে নেয়নি পিসিবি। ফলে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

টেলিকম এশিয়া বলেছে, 'বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্বিতীয় আসরে দুইবার ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানো দেশের মর্যাদার জন্য ক্ষতিকর বলে মনে করছেন উচ্চপর্যায়ের কর্মকর্তারা।'

পিসিবির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, 'সব বেসরকারি সংস্থাকে জানিয়ে দেয়া হয়েছে, তারা যদি পাকিস্তানের নাম ব্যবহার করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ক্রিকেট সংক্রান্ত ইভেন্টে দেশের নাম ব্যবহারের একমাত্র অধিকার পিসিবির এবং সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট লিগ এবং আয়োজক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার ওপর।'

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0