শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ঝিনাইদহে বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, বেকারিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত বেকারিটিকে ১৩ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে এমন কাজ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেয়।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে অনুমোদন ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ভুয়া লোগো ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বাজারজাত করার দায়ে, ‘রাজধানী বেকারি অ্যান্ড ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে, মহেশপুর শহরের হাসপাতাল রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে, রাজধানী বেকারি অ্যান্ড ফুডের কারখানায় প্রস্তুত করা বিভিন্ন পণ্যের মোড়কে উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। এ ছাড়াও, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই তাদের পণ্যের প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এইসব অপরাধে, ভ্রাম্যমাণ আদালত বেকারিটিকে ১৩ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে এমন কাজ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, “রাজধানী বেকারি অ্যান্ড ফুড দীর্ঘদিন ধরে মেয়াদের তালিকাবিহীন খাদ্যপণ্য বাজারজাত করছিল। ...নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে জেলা পুলিশের একটি দলও সহায়তা করে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0