বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ইংল্যান্ড সিরিজের মাঝে দুই তারকাকে নিয়ে দুঃসংবাদ ভারতের

এক বিবৃতিতে দুই ক্রিকেটারের ইনজুরির তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর লর্ডস টেস্টে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। যা তাদের সিরিজ জয়ের লক্ষ্যেও ধাক্কা। এরই মাঝে শুভমান গিলের দল এক অলরাউন্ডার ও আরেক পেসারকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে। হাঁটুর ইনজুরির কারণে চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। এ ছাড়া হাতের আঙুলে চোটের কারণে পেসার আর্শদীপ সিংয়েরও চতুর্থ টেস্টে খেলা হবে না।

এক বিবৃতিতে দুই ক্রিকেটারের ইনজুরির তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। গতকার (রোববার) জিমে অনুশীলনের সময় বাম হাঁটুতে চোট পান রেড্ডি, পরে তার আপডেট দিতে গিয়ে বিসিসিআই আজ সিরিজে থেকে ছিটকে যাওয়ার কথা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ইংল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে নেওয়া হবে তাকে। এ ছাড়া আর্শদীপ হাতের আঙুলে চোট পান নেটে বোলিং অনুশীলনের সময়। আপাতত তার চতুর্থ টেস্টে অনুপস্থিত থাকার তথ্য মিলেছে। আন্তর্জাতিক টেস্টে এখনও অভিষেক হয়নি তার।

নীতিশ রেড্ডির পরিবর্তে ভারতের স্কোয়াডে যুক্ত করা হয়েছে হরিয়ানার পেসার অনশুল কম্বোজকে। এ ছাড়া আর্শদীপকে পর্যবেক্ষণে রেখেছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। সবমিলিয়ে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের আগে বড় ধাক্কাই খেল সফরকারী ভারত। ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হবে এই ম্যাচ। আগে থেকেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সিরিজের প্রতি ম্যাচে জাসপ্রিত বুমরাহকে খেলানো হবে না বলে জানানো হয়েছিল। ইতোমধ্যে নির্ধারিত ৩ ম্যাচের দুটি খেলে ফেলেছেন তিনি। তৃতীয় টেস্ট শেষে আটদিনের বিরতি পাওয়া চতুর্থ ম্যাচে বুমরাহকে খেলানো হতে পারে।

এর আগে লিডস টেস্ট দিয়ে শুরু হয় ভারত-ইংল্যান্ডের এই পাঁচ ম্যাচের সিরিজ। সেই ম্যাচে ছিলেন নীতিশ রেড্ডি, পরে যুক্ত হন দ্বিতীয় ও তৃতীয় টেস্টের একাদশে। বার্মিংহাম টেস্টে অবশ্য তেমন প্রভাব রাখতে পারেননি রেড্ডি, ৬ ওভারে ২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এরপর লর্ডস টেস্টের প্রথম ওভারেই তিনি গুরুত্বপূর্ণ ইংলিশ দুই টপঅর্ডার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলিকে ফেরান। দ্বিতীয় ইনিংসেও তুলে নেন ক্রাউলির উইকেট। তবে ব্যাট হাতে ছিলেন পুরোদমে ব্যর্থ। সবমিলিয়ে চতুর্থ টেস্টে রেড্ডির একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা ছিল।

এদিকে, ওল্ড ট্রাফোর্ড টেস্টে ভারতের একাদশে ফিরতে পারেন উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল। কারণ আগের ম্যাচে আঙুলে চোটে পাওয়ায় কেবল বিশেষজ্ঞ ব্যাটারের ভূমিকায় দেখা যেতে পারে ঋষভ পান্তকে। এ ছাড়া তিন টেস্টেই ভারত একজন পেস অলরাউন্ডারকে খেলিয়েছে। প্রথম টেস্টে খেলা শার্দুল ঠাকুর বাদ পড়েন পরের দুই টেস্টে। নীতিশ রেড্ডি ছিটকে পড়ায় তাকে আবারও ফেরানো হতে পারে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0