বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বিরুদ্ধে মধ্যরাতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অযৌক্তিকভাবে সব গ্রেডে কোটা ও বিশেষ সুবিধা দাবি করছে এবং বিএসসি ডিগ্রিধারীদের অবমাননা করে ‘কুলাঙ্গার’ বলে মন্তব্য করেছেন।
বুধবার (২১ আগস্ট) রাত ১টার দিকে বুয়েট থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্লোগানে— ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ছাগল দিয়ে হালচাষ হবে না হবে না’, ‘চাকরি তুই করলে কর, ইঞ্জিনিয়ার বানান কর’ ইত্যাদি।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ মুশফিক আলম বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ৭ দফায় সব গ্রেডে কোটা দাবি করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা বলেছি ৯ম গ্রেডে বিএসসি ছাড়া কেউ যাবে না, আর ১০ম গ্রেড সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। সেখানে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হওয়া উচিত। কিন্তু তারা কোটা এবং ১০ম গ্রেডে ৫০ শতাংশ পদোন্নতি দাবি করছে। এর সঙ্গে আমাদের কুলাঙ্গার বলে অপমান করেছে। এসব দাবি আমরা কখনোই মেনে নেব না।
এর আগে বুধবার (২০ আগস্ট) রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেখানে তারা পদ সংরক্ষণ, উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ ৭ দফা দাবি উপস্থাপন করেন।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0