জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ: দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী সোনালী চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া (চাইরগাঁও) গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশে প্রবেশ করে বালু তোলার সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ছাতক উপজেলার বাসিন্দা মো. সিরাজ মিয়া (৫০) এবং মো. আলিমুদ্দিন (২৫)। তারা বর্তমানে চেলা বিএসএফ ক্যাম্পে রয়েছেন বলে স্থানীয় পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, দুই বারকি শ্রমিক সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানার ভারতীয় অংশ থেকে বালু উত্তোলন করছিলেন। এ সময় বিএসএফ তাদের আটক করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে আটককৃতদের নাম জানেন না। তিনি আরও উল্লেখ করেন যে, বিষয়টি সিলেট ৪৮ বিজিবির আওতাধীন।
সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুইজন ভারতের সীমানায় চলে যায়। এ সময় বিএসএফ বাধা দিলে তারা বেশ কয়েকজন বিএসএফ সদস্যকে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর বিএসএফ দুজনকে ধরে নিয়ে যায়।’
তিনি আরও জানান, ‘আটককৃতদের ফিরিয়ে আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।’
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0