স্পোর্টস ডেস্ক
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সময়সূচি পরিবর্তনের আভাস দিয়েছেন বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১০ জুলাই) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, “নির্বাচনের কারণে বিপিএলের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। ডিসেম্বরের আগেও হতে পারে, আবার বিকল্প সময় হিসেবেও মে মাস বিবেচনায় রাখা হচ্ছে। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি, এরপরই পরবর্তী পদক্ষেপ নেব। ”
এর ঠিক একদিন আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সব সংস্থাকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন। সম্ভাব্য নির্বাচন ২০২৬ সালের শুরুতেই অনুষ্ঠিত হতে পারে বলেই ধারণা।
বিপিএলের মান বাড়াতে এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে একটি অভিজ্ঞ স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠানের সাথে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন মাহবুব। ইতোমধ্যে বিসিবি একটি 'এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই)' বিজ্ঞাপনও দিয়েছে।
তিনি বলেন, “যে সংস্থা আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের অভিজ্ঞতা রাখে এবং দক্ষ কর্মকর্তা রয়েছে, তাদেরই দায়িত্ব দেওয়া হবে। আগেরবার অভিজ্ঞতা না থাকা প্রতিষ্ঠানের কারণে বিসিবি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার সে ভুল করা যাবে না। ”
বর্তমানে বিপিএল তিনটি ভেন্যু—ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে—আয়োজন করা হয়। এবার এই তালিকায় আরও কিছু ভেন্যু যোগ করার পরিকল্পনা করছে বিসিবি।
মাহবুব বলেন, “যে স্টেডিয়ামগুলো আইসিসি মানদণ্ড পূরণ করবে এবং খেলোয়াড়দের জন্য ভালো আবাসনের ব্যবস্থা থাকবে, সেগুলো বিবেচনায় আনা হবে। ”
তিনি জানান, বগুড়া ও খুলনার স্টেডিয়ামগুলো ইতিমধ্যেই অডিটের জন্য পাঠানো হয়েছে। বরিশাল স্টেডিয়ামে কাজ চলছে এবং সেটিও সম্ভাব্য তালিকায় আছে। রাজশাহীতেও কাজ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই চারটির মধ্য থেকে মানসম্পন্ন ভেন্যুগুলোকে বিপিএলে যুক্ত করা হতে পারে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0