বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জুলাই আন্দোলনের বর্ষপূতি উপলক্ষে মাসব্যাপী উদযাপনের অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) সারাদেশে মহানগর পর্যায়ে র্যালি করছে বিএনপি। এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হচ্ছে।
দুপুর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন নয়া পল্টনে। এতে ওই এলাকার সড়কে যানচাপ বেড়ে যায় এবং ধীরে ধীরে গাড়িজট ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তাগুলোতেও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নয়া পল্টনের প্রধান সড়কটির একপাশ কার্যত বন্ধ হয়ে গেছে।
র্যালিটি বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহ উদ্দিন আহমেদসহ শীর্ষস্থানীয় নেতারা।
এছাড়াও র্যালিতে বিএনপির মহানগর পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নিচ্ছেন। র্যালিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0