বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

আ.লীগের ভোটারদের দলে টানার আহ্ববান বিএনপি নেতা কাজী কামালের

আগামী জাতীয় নির্বাচনে তারা তো ভোট দেবে। যদি আমাদের বিপক্ষে ভোট দেয়, তাহলে জয়লাভ কঠিন হবে। তাই আওয়ামী লীগের ভোটারদেরও আমাদের দলে টানতে হবে, সমর্থক বাড়াতে হবে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

মাগুরা: মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল বলেছেন, মাগুরায় বিএনপি তার নিজের হাতে গড়া সন্তানের মতো। তাই এখানে কোনো ধরনের গ্রুপিং তিনি দেখতে চান না। দলের শক্তি বাড়াতে হলে স্থানীয় জনগণের পাশাপাশি অন্য দলের সমর্থকদেরও বিএনপির প্রতি আকৃষ্ট করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার শত্রুজিতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি আয়োজিত গণসংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ান-ইলেভেনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারামুক্তি উপলক্ষে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

কাজী কামাল বলেন, অনেকে বলেন, আওয়ামী লীগের লোকজন দলে নেওয়া যাবে না। কিন্তু আগামী জাতীয় নির্বাচনে তারা তো ভোট দেবে। যদি আমাদের বিপক্ষে ভোট দেয়, তাহলে জয়লাভ কঠিন হবে। তাই আওয়ামী লীগের ভোটারদেরও আমাদের দলে টানতে হবে, সমর্থক বাড়াতে হবে।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এ ছাড়া জেলা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বিকেলে একই স্থানে আয়োজিত আরেকটি বৃহৎ সমাবেশে সভাপতিত্ব করেন শেখ শফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাবেক চেয়ারম্যান রফিক মাস্টার। সেখানে বক্তৃতা করেন কাজী কামাল ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।

কাজী কামাল বলেন, বিএনপি দলের মধ্যে কোন গ্রুপিং থাকবে না এবং দল যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়ে কাজ করবো। বিএনপি দলের মধ্যে কোন ব্যক্তি অপরাধ করলে আমাদের অভিযোগ দেন আমরা বিএনপি দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

প্রধান বক্তা রবিউল ইসলাম নয়ন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার আর্দশ কে ধারণ করে, মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও আমি রবিউল ইসলাম নয়ন আমরা দুই ভাই রাজপথে বিএনপির জন্য জনগণের কল্যাণের জন্য কাজ করে যাবো।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0