বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা

ফুকুওয়ার টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যাল রয়েছে। সেই ফেস্টিভ্যালে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দল তিনটি ম্যাচ খেলবে। ১৪-১৬ আগস্ট এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ক্রীড়াবিদদের আঁতুড়ঘর। এখান থেকেই জাতীয়-আন্তর্জাতিক খেলোয়াড় আসে বাংলাদেশের অনেক খেলায়। জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন ফুটবলে বিকেএসপির শিক্ষার্থীরা ভারতের সুব্রত কাপেই মূলত অংশগ্রহণ করত। এবার সেই মোড়ক থেকে বেরিয়ে বিশ্বকাপ খেলা দেশ জাপানের এক টুর্নামেন্টে অংশ অংশগ্রহণ করছে বিকেএসপি।

ফুকুওয়ার টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যাল রয়েছে। সেই ফেস্টিভ্যালে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দল তিনটি ম্যাচ খেলবে। ১৪-১৬ আগস্ট এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজ দুপুরে ১৬ ফুটবলার ও দুই কোচ জাপানের উদ্দেশে দেশ ছেড়েছেন।

হাসান আল মাসুদ জাপানগামী দলের কোচের দায়িত্বে রয়েছেন। তিনি এই সফর সম্পর্কে বলেন, ‘এটা বিকেএসপির ফুটবলারদের জন্য দারুণ সফর হবে। জাপানে খেলার মাধ্যমে আমাদের ফুটবলারদের বিশেষ অভিজ্ঞতা অর্জন হবে যা তাদের ক্যারিয়ারে বাড়তি মাত্রা আনবে।’

জাইকার মাধ্যমে বিকেএসপিতে ফুটবল প্রশিক্ষণ করান জাপীন কোচ কাই তাগুচি। তিনিই বিকেএসপি এই টুর্নামেন্টের সন্ধান দিয়েছেন। জাপানে ফুটবল দল পাঠানো বেশ ব্যয়বহুল। এরপরও বিকেএসপি সেই সিদ্ধান্ত নিয়েছে, ‘আমাদের ফুটবলারদের মান উন্নয়ন প্রয়োজন। উন্নত দল ও প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের শিক্ষার্থীরা খেলতে পারলে সেটা অনেকটাই সহায়ক হবে। এজন্য জাপানে পাঠানো হয়েছে। জাপানে পাঠানো ব্যয়বহুল সেটা আমরা বিকেএসপি থেকেই সম্পূর্ণ অর্থায়নে করেছি। এই প্রতিযোগিতায় ভালো করলে আবার সামনেও পাঠানো হবে’-বলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0