স্পোর্টস ডেস্ক
ঢাকা: সবশেষ বিপিএলজুড়ে ছিল তীব্র সমালোচনা। নানা অব্যবস্থাপনার পাশাপাশি আলোচনায় ছিল ফ্র্যাঞ্চাইজিদের অর্থ বকেয়া নিয়ে নানা তালবাহানা। শুরু থেকে এ বিষয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। দলটির মালিক শুরুতে ক্রিকেটারদের পাওনা দেয়ার কথা বললেও তা দিতে পারেননি।
অবস্থার পরিপ্রেক্ষিতে সংকট নিরসনে হস্তক্ষেপ করেছিল বিসিবি। তাতেও সমাধান হয়নি। পরবর্তীতে দলটির হোটেলের ভাড়াও বকেয়া রয়ে যায়। এবার হোটেলের বিল পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার (৯ আগস্ট) বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬ ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমে এ নিয়ে কথা বলেন বিসিবির দুই পরিচালক।
সেখানে রাজশাহীর হোটেল বিল পরিশোধ ছাড়াও চিটাগং কিংসের প্রধান কোচ শন টেইটের পাওনা অর্থ পরিশোধ করবে বিসিবি। বিসিবির সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
মিঠু বলেন, 'রাজশাহীর হোটেলের বাকি টাকাও আমাদের দায়িত্ব বলে মনে করি। ডিরেক্ট সাইনিং করা যে ক্রিকেটারদের টাকা বাকি সেটাও আমরা দিয়ে দিব। এছাড়া চিটাগং কিংসের শন টেইটের টাকা অ্যাডজাস্ট করে দেবো।'
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0