স্পোর্টস ডেস্ক
ঢাকা: অস্ট্রেলিয়া ছেড়ে শুধু ক্রিকেটের উন্নতির স্বার্থে বাংলাদেশে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল। আর ঢাকায় নিজস্ব বাড়ি না থাকায় ১২ হাজার টাকায় ভাড়া বাসায় থাকতে হচ্ছে তাকে। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস।
ফারুক আহমেদের জায়গায় বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটের উন্নতির কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল বলেন ইমরুল।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের হতাশা তুলে ধরেন ইমরুল। সেখানে তিনি লেখেন, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে একটা বিষয় হয়তো আপনারা অনেকেই দেখেছেন-যে বিসিবি সভাপতি বর্তমানে মাত্র ১২ হাজার টাকার ভাড়ার একটি বাসায় থাকছেন। এই ব্যাপারটা আমার কাছে কোনোভাবেই স্বাভাবিক মনে হয়নি। একজন মানুষ, যিনি নিজের স্থায়ী ঠিকানা ছেড়ে, এক দেশ থেকে আরেক দেশে এসে, শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছেন, তাঁকে যদি এমন একটি বাসায় থাকতে হয়- তাহলে সেটা কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্ন থেকেই যায়।
অবশ্য শুরুতে এভাবে ছিলেন না বিসিবি সভাপতি। বিসিবি থেকে তাকে ভালোমানের একটি আবাসস্থল দেওয়া হলেও সেটা নিয়ে কিছু দুষ্টচক্র লেখালেখি করে ও বিষয়টিকে অন্যভাবে তুলে ধরে। যা তার আত্মসম্মানে আঘাত করে। এ বিষয় উল্লেখ করে ইমরুল লিখেছেন, আমার জানা মতে, বিসিবি শুরুতে তাঁকে ভালো মানের একটি থাকার ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু সাধারণ মানুষ এবং কিছু দুষ্টচক্র সেই বিষয়টি নিয়ে লেখালেখি শুরু করে, যা তাঁর আত্মসম্মানে আঘাত করে। আর সেই সম্মানের খাতিরেই তিনি আজ এত সাধারণভাবে থাকছেন।
এরপরই বোর্ডের প্রতি প্রশ্ন তুলে ইমরুল বলেন, আমরা দেখে থাকি বিসিবি কত টাকা খরচ করে বিদেশি স্টাফ এবং কোচদের পেছনে, যার হিসাব কোটি টাকায় গড়ায়। অথচ, অন্যদিকে একজন সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতিকে মাত্র ১২ হাজার টাকার একটি হোটেলে রাখা হচ্ছে। আমরা না হয় ব্যক্তি বুলবুলকে মূল্যায়ন না-ই করলাম, কিন্তু তাঁর মেধাকে তো অন্তত মূল্যায়ন করা উচিত, তাই না? নাকি আগের মতো যেভাবে সব কিছু চলেছে, সেভাবেই চলবে?
শেষদিকে সবাইকে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে সাবেক এ ওপেনার লিখেছেন, আসলে আমরা কবে শিখব একজন ভালো মানুষ কিংবা ভালো কিছুর সঠিক মূল্যায়ন করতে? কবে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের উন্নয়নে যারা কাজ করছে, তাদের পাশে দাঁড়াব? এমন কিছু সংখ্যালঘু মানুষ সব সময়ই থাকে- যারা শুধু দেশের ক্রিকেট নয়, বরং গোটা দেশেরই ক্ষতি করে। যেমনি করে বুলবুল ভাই নিজেই বলেছেন, কিছুদিন পর তিনি চলে যাবেন। দুঃখের বিষয়, আমরা অনেক সময় সঠিক মানুষকে সঠিক সম্মান দিতে পারি না।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0