জেলা প্রতিনিধি
ভোলা: মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে এবার জেলেদের হামলার শিকার হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায়, মেঘনা নদীর বরিশাল অংশে পরিচালিত এক বিশেষ অভিযানে, নিষেধাজ্ঞা অমান্যকারী একদল জেলে দেশীয় অস্ত্র নিয়ে অফিসারদের ওপর হামলা চালায়। এতে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এই ঘটনায় ২৭ জন জেলেকে আটক করা হয়েছে।
ভোলা জেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহর নেতৃত্বে, ৮টি দলে ভাগ হয়ে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চলছিল। অভিযানটি যখন বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ অংশে পৌঁছায়, তখন সেখানে প্রকাশ্যে ইলিশ শিকার করতে থাকা একদল জেলে অফিসারদের ওপর হামলা চালায়।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন— ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) মুহাম্মদ নাসির উদ্দীন এবং মৎস্য বিভাগের স্পিডবোট চালক মো. জহির উদ্দিন। তাঁদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ বলেন, “ভোলা থেকে অভিযান শুরু করে আমরা যখন বরিশালের হিজলার দিকে যাই, তখন তারা (জেলেরা) দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা সন্ত্রাসী।” তিনি জানান, হামলায় কোস্টগার্ড সদস্যসহ ১০-১২ জন আহত হয়েছেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “অভিযান চলাকালে জেলেরা হামলা চালান। গুরুতর আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
যৌথবাহিনীর এই অভিযানে মোট ২৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
বাংলাফ্লো/এফআইআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0