স্পোর্টস ডেস্ক
ঢাকা: হুলিয়ান আলভারেজ আর অ্যান্তোনিও গ্রিজম্যানের জোড়া গোলে প্রাক-মৌসুম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ম্যাচ দিয়ে শেষ হলো অ্যাথলেটিকোর প্রাক মৌসুম প্রস্তুতি পর্ব।
ম্যাচের প্রথম গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। ৫০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে অ্যালেক্স বায়েনা পাস দেন আলভারেজকে। দারুণ সে ক্রসে পা ধরে দিয়ে বল জালে ঢুকান আলভারেজ।
এক গোলে এগিয়ে যাওয়ার পর একের পর এক বদলি খেলোয়াড় নামাতে থাকেন কোচ দিয়েগো সিমিওনে। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান।
অ্যালেকজান্ডার সরলোথের পাস থেকে ফরাসি ফরোয়ার্ড বক্সের মধ্য থেকে ডান পায়ের শটে করেন গোল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।
অ্যাটলেটিকোর নতুন সাইনিং আর্জেন্টাইন উইঙ্গার থিয়াগো আলমাদা নিজের প্রথম ম্যাচ খেলেছেন এদিন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0