বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেমের গুঞ্জন রুখতে সিরাজের হাতে রাখি পরালেন আশা ভোসলের নাতনি

তখন সংবাদ মাধ্যমেও দাবি করা হয়েছিল, জানায় ও সিরাজ বুঝি প্রেম করছেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আশা ভোসলের নাতি জানায় ভোসলে। বয়স ২৩ বছর। গান করেন তিনিও। সঙ্গে কত্থক নৃত্য। তার জন্মদিনে বলিউডের অনেক তারকার সঙ্গে দাওয়াত পেয়েছিলেন ক্রীড়াঙ্গনের মোহাম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়াররা।

গত জানুয়ারির ওই জন্মদিনের উৎসবের পর সিরাজ ও জানায়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যাতে দেখা যায়, সিরাজ ও জানায় বেশ হাস্যোজ্জ্বল। একে অপরের পাশে বেশ কাছাকাছি বসে আছেন।

তখন সংবাদ মাধ্যমেও দাবি করা হয়েছিল, জানায় ও সিরাজ বুঝি প্রেম করছেন। যদিও দু’জনই ওই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। বরং জানায় বলেছিলেন- উনি আমার ভাইয়ের মতো। সিরাজও বলেছিলেন- তার মতো একটা বোন হাজারেও পাওয়া যাবে না।

কিন্তু তাতে থামেনি সামাজিক মাধ্যমের গুঞ্জন। এবার তাই রাখি বন্ধনের দিন (শনিবার) ভাই সিরাজের হাতে রাখি বেঁধে দিলেন জানায়। প্রমাণ দিলেন সিরাজজে তিনি ভাই-ই মানেন।

ইনস্টায় জানায় আবার রাখি পরানোর সেই ভিডিও দিয়েছেন। রাখি পরানোর পর উপহারও নিয়েছেন সিরাজের কাছ থেকে। আর ক্যাপশনে লিখেছেন- আমার প্রিয় ভাই। সিরাজ লিখেছেন- আমার বোনের মতো কোন বোন নেই। হাজার তারার মাঝে চাঁদ যেমন একটা, তুমিও তেমনি হাজারে একটা।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0