শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নেপালে ক্ষমতা নিতে পারে সেনাবাহিনী

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর নেপালে আইন ও শাসন ভেঙে পড়েছে।

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের কারণে রাজনৈতিক শূন্যতা তৈরির কারণে অস্থায়ীভিত্তিকে ক্ষমতা নিতে পারে নেপালের সেনাবাহিনী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর নেপালে আইন ও শাসন ভেঙে পড়েছে।

এমন পরিস্থিতিতে এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, “জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং নেপালী জনগণের নিরাপত্তা রক্ষা করার সাংবিধানিক দায়িত্ব পালনে সেনাবাহিনী পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।”

বর্তমানে নেপালে কঠিন সময় চলছে উল্লেখ করে সেনাবাহিনী বলেছে তাদের সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের সহায়তা একান্তভাবে কামনা করেছে তারা।

সেনাবাহিনী বলেছে, “আন্তরিকভাবে সকলের কাছে, বিশেষ করে তরুণদের কাছে, এই কঠিন সময়ে সামাজিক সম্প্রীতি, শান্তি এবং জাতীয় ঐক্য বজায় রাখার জন্য গঠনমূলক ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি আমরা।”

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0