স্পোর্টস ডেস্ক
ঢাকা: ২০২৭ সাল ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্যই বাকি দুই ফরম্যাট থেকে অবসরে যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু তার পরও কি ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন তারা? ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এ বছরই ওয়ানডে থেকেও অবসরে যাবেন এই দুই তারকা ক্রিকেটার।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘দৈনিক জাগরণ’ এক প্রতিবেদনে বলেছে, কোহলি ও রোহিতকে যে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে রাখা হবে, তেমন কোনো বার্তা বোর্ড এখনই নিশ্চিত করে দিতে পারছে না। আর এই বিশ্বকাপের আগে ভারতের খুব বেশি সিরিজও নেই।
ভারতীয় দলের একটি সূত্র ‘দৈনিক জাগরণ’কে বলেছেন, '২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে তাতে কোহলি ও রোহিত নেই।'
সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে, রোহিত ও কোহলি ইংল্যান্ড সফরেও যেতে চেয়েছিলেন। কিন্তু তাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে দলে নেওয়া হবে না। এমন বার্তা শোনার পরই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তারা।
কোহলি ও রোহিতকে বিজয় হজারে ট্রফি খেলার নির্দেশ দেবে বিসিসিআই। ডিসেম্বর থেকে শুরু হবে এই আসর। একমাত্র ঘরোয়া এই ওয়ানডে প্রতিযোগিতায় ভালো খেললে তবেই ভারতের ওয়ানডে বিশ্বকাপের দলে তাদের জায়গা পাওয়ার সম্ভাবনা থাকবে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0