মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের ২৪ তম শিরোপা

১৯৮৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৩৬ আসরের মধ্যে সবচেয়ে বেশি ২৪ বার চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে সোমবার ফাইনালে আনসার ৩৫-২৯ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। ১৯৮৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৩৬ আসরের মধ্যে সবচেয়ে বেশি ২৪ বার চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার।

জাতীয় নারী হ্যান্ডবলে প্রথমবারের মত চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ট্রফির পাশাপাশি ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার। রানার্স আপ দল পেয়েছে ১৫ হাজার, ৩য় স্থান ১০ হাজার টাকা। ঢাকা জেলাকে ৩৪-২২ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে পঞ্চগড় জেলা।

ফাইনাল ম্যাচে প্রথমার্ধে আনসার ১৭-১২ গোলে এগিয়ে ছিল।ফাইনালের প্রথমার্ধে একটু হাড্ডাহাড্ডি লড়াই হলেও সময় যতো গড়িয়েছে আনসারের অভিজ্ঞতার কাছে হার মেনেছে পুলিশ। শেষ দিকে পুলিশের খেলোয়াড়দের স্ট্যামিনা একেবারেই কমে যেতে দেখা গেছে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ পুলিশের খেলোয়াড় রুবিনা ইসলাম।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক রাশিদা আফজালুন নেসা, ফেডারেশনের সদস্য মো: মকবুল হোসেন-সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের মার্কেটিং ম্যানেজার মো: শাহরিয়ার আলম।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0