রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

দেশে আবারো ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৩.৫

এর আগে গত ২১ সেপ্টেম্বর সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এলাকায়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: ছয় দিনের ব্যবধানে দেশে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় হালকা কম্পন সৃষ্টি হয়, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৫। স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রুবাইয়াত কবীর বলেন, “নিম্নমাত্রার একটি ভূমিকম্প। এর উৎপত্তিস্থল মনিরামপুরে। এ নিয়ে চলতি বছর দেশে সাতটি ভূমিকম্প অনুভূত হলো।”

এর আগে গত ২১ সেপ্টেম্বর সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0