বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ অপরিহার্য। দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে ব্যর্থ হলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন–কোনোটিই যথাযথভাবে সম্ভব নয়। যে কোনও পরিস্থিতি ও চ্যালেঞ্জ থাকুক না কেন, আমাদের সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে হবে।
বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারি, বেসরকারি, সুশীল সমাজ, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা–সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। কেবল পারস্পারিক অংশীদারত্বের মাধ্যমে এটি সম্ভব।
তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী অসংক্রামক রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আর্থ-সামাজিক বাস্তবতা এবং ঘনবসতি বিষয়টি আরও সংকটময় করছে। তিনি বলেন, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ ভাগ অসংক্রামক রোগের কারণে ঘটে। এর মধ্যে ৫১ ভাগ মৃত্যুই ৭০ বছরের নিচে হয়, যা আমরা অকাল মৃত্যু হিসেবে বিবেচনা করি। আমাদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় ৭১ শতাংশ, যার বড় অংশ অসংক্রামক রোগের জন্য ব্যয় হয়।
ড. ইউনূস আরও বলেন, অসংক্রামক রোগ হলে মানুষকে উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে হয় এবং অনেক ক্ষেত্রে বিদেশ থেকে চিকিৎসা নিতে হয়, ফলে বিপুল অর্থ দেশের বাইরে চলে যায়। তাই শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থা নয়, জনসচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি বলেন, স্বাস্থ্য সেবা বিভাগের একার পক্ষে এটি সম্ভব নয়; খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার ও গণপূর্তসহ সব মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন।
তিনি তিনটি বিষয়কে বিশেষ গুরুত্বারোপ করেন—
১. জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সচেতনতা বাড়ানো, তরুণদের মধ্যে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন, তামাক ও চিনির অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ।
২. যৌথ ঘোষণা বাস্তবায়নে বেসরকারি উদ্যোগ, আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রয়োগ।
৩. প্রতিটি কর্মপরিকল্পনার নিবিড় মনিটরিং ও মূল্যায়নের জন্য দক্ষ জনবল ও যথাযথ আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।
ড. মুহাম্মদ ইউনূস এই আশা প্রকাশ করেন যে, স্বাক্ষরকারী মন্ত্রণালয়গুলো যৌথ ঘোষণার বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে এবং স্বাস্থ্য সেবা বিভাগ উদ্যোগ নেবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0