বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

আলোনসোর প্রথম চ্যালেঞ্জ, 'সময় খুবই কম, সবকিছু দ্রুত এগিয়ে নিতে হবে'

এমন বাস্তবতায় আলোনসোর কণ্ঠে শোনা গেল তাড়া ও প্রত্যয়ের মিশেল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই সময়ের সঙ্গে এক অসম লড়াইয়ে নেমেছেন জাবি আলোনসো। ক্লাব বিশ্বকাপ সামনে রেখে দলের সঙ্গে মাত্র তিনটি অনুশীলনের সুযোগ মিলবে তার, অথচ এখনও পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সেশনেও পুরো দলকে একসঙ্গে পাননি তিনি।

এমন বাস্তবতায় আলোনসোর কণ্ঠে শোনা গেল তাড়া ও প্রত্যয়ের মিশেল।

আমাদের সবকিছু দ্রুত করতে হবে, কারণ হাতে খুব বেশি সময় নেই। — দায়িত্ব নেওয়ার দিনে রিয়াল মাদ্রিদ সিটিতে এভাবেই নিজের উপলব্ধির কথা জানান স্প্যানিশ এই কোচ। যোগ করেন, আমি জানি আমি কোচ, কিন্তু আমি প্রত্যেকের কাছাকাছি থাকতে ভালোবাসি। একজন খেলোয়াড় কী চায়, সেটা বুঝতে একটা আন্তরিক সংযোগ জরুরি।

অন্য কোচদের মতো ধাপে ধাপে নয়, বরং অনেক কিছুই লাফিয়ে লাফিয়ে পার করতে হচ্ছে টলোসার এই সাবেক মিডফিল্ডারকে। ডাজনকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোনসো বলেন, “আমরা এখন দল তৈরি করা শুরু করব, কারণ প্রথম ম্যাচের আগে মাত্র তিনটি অনুশীলনের সুযোগ আছে। আমরা এসেছি অনেক প্রত্যাশা নিয়ে, আশা করছি ভালো একটা টুর্নামেন্ট খেলতে পারব এবং শেষ পর্যন্ত যেতে পারব।”

দলের প্রথম অনুশীলন শুরু হয়েছে ফ্লোরিডার স্থানীয় সময় সকাল ১০:৩০টায় (স্পেনের সময় অনুযায়ী দুপুর ২:৩০)। এই সেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন আন্তর্জাতিক দায়িত্ব শেষে ফিরে আসা ভিনিসিয়ুস জুনিয়র, আরদা গুলার ও গোলরক্ষক লুনিন।

ফ্লোরিডার ফোর সিজনস পাম বিচ হোটেলে দলভুক্ত হওয়ার পর খেলোয়াড়দের মনোভাব নিয়ে আশাবাদী আলোনসো। তারা খুব ইতিবাচক। ধীরে ধীরে তাদের চিনছি, খেলোয়াড়দের সঙ্গে সেই প্রয়োজনীয় সংযোগ তৈরি হচ্ছে, বলেন তিনি।

রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী বুধবার, ১৮ জুন, হার্ড রক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে। নতুন কোচের অধীনে, সীমিত প্রস্তুতিতে, চ্যাম্পিয়নের মঞ্চে নিজেদের প্রমাণ করতে নামবে ইউরোপিয়ান জায়ান্টরা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0