বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: কোনোরকম চাঁদাবাজিতে তার স্বামী জড়িত নন দাবি করে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্ত্রী আনিসা বলেন, গুলশানে চাঁদাবাজির অভিযোগে অপুকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে । তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট মহল রাজনৈতিক স্বার্থ হাসিল ও সমন্বয়কসহ এনসিপি নেতাদের চাপে রাখতে অপুকে টার্গেট করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শাহবাগে সংবাদ সম্মেলনে আনিসা জানান, ঘটনার দিন অপু ঢাকায় ছিলেন না, বরং কিশোরগঞ্জের মিঠামইনে অবস্থান করছিলেন। আগেই তিনি আঁচ করেছিলেন যে তাকে ফাঁসানো হবে। তার অভিযোগ, আওয়ামী লীগের এমপি শাম্মী আহমেদের বাসায় জোর করে অপুদের নেওয়া হয়, যেখানে একটি ব্যাগে ১০ লাখ টাকা ছিল বলে দাবি করা হচ্ছে। আনিসা বলেন, লোকটা নিজ থেকে এসে অপুর পাশে ব্যাগটা রেখেছে। অপু কোনোদিন কারো কাছ থেকে একটাও চাঁদাবাজি করেনি।
তিনি প্রশ্ন তোলেন, শাম্মী আহমেদকে কেন গ্রেপ্তার করা হয়নি এবং অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে অপুকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। বিএনপি নেতা ইশরাকের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্নে আনিসা বলেন, আমি জানি না, কিন্তু অপুকে ব্যবহার করে একটি দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। কোন দল—এমন প্রশ্নে তিনি বলেন, এটা তো সবার কাছে ক্লিয়ার, কিন্তু আমি বলতে পারব না।
আনিসা আরও জানান, ৩১ জুলাই রাত সাড়ে ১১টা থেকে ১ আগস্ট সকাল ৭টা পর্যন্ত অপুকে বন্দি করে স্বীকারোক্তি আদায় করা হয়। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির অবস্থান বিএনপি নেতা ইশরাকের বাসাতেই। তিনি অবিলম্বে অপুর মুক্তি ও ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, গত ১ আগস্ট গুলশানে আওয়ামী লীগের সাবেক নারী এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায়ের অভিযোগে অপুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৩ আগস্ট রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানে আলম অপুর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ৩৫ মিনিটের ওই ভিডিওতে গত ২৬ জুলাইয়ে হওয়া চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। গত রাতেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0