স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগেই ঘোষণা করা হয়েছিল, ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের এবারের আসর। এবার এশিয়া কাপের ভেন্যুও প্রকাশ করলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাইতে। ফাইনাল ম্যাচ হবে দুবাইতে।
এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
দলগুলো দুইটি গ্রুপে ভাগ হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে। টাইগারদের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, আর ১৬ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ১০ সেপ্টেম্বর দুবাইতে স্বাগতিক আমিরাতের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে তারা। ১৪ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এরপর ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
প্রথম রাউন্ড শেষে দুটি গ্রুপ থেকেই সেরা দুই দল যাবে সুপার ফোরে। এই পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর। এরপর ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ের মাঠেই হবে ফাইনাল।
মূলত ভারতেই হওয়ার কথা ছিল ২০২৫ এশিয়া কাপ। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0