শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ঐন্দ্রিলা-বিক্রমের জীবনে আমি আসার আগে থেকেই ওরা সফল—অঙ্কুশ

“আমরা তিনজন তো খুব ভালো বন্ধু। তাই সবসময় বলি— যদি কাজের সুযোগ আসে বিক্রম ও ঐন্দ্রিলার, তা গ্রহণ করা উচিত।

ছবি-বাংলাফ্লো

ন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় এবং ঐন্দ্রিলা সেন। ‘ফাগুন বউ’ ধারাবাহিকের পর দীর্ঘ ছয় বছর কেটে গেলেও, দর্শকদের মনে তাঁদের রসায়ন আজও অমলিন। এবার সেই জনপ্রিয় জুটিই ফিরছে ছোট পর্দায়, তবে কোনো সিরিয়ালে নয়, একটি নতুন রিয়্যালিটি শো-এর সঞ্চালক হিসেবে। আর তাঁদের এই প্রত্যাবর্তনের খবরে যখন ভক্তরা উচ্ছ্বসিত, তখন অনেকেরই মনে প্রশ্ন ছিল— এই বিষয়ে ঐন্দ্রিলার বাস্তব জীবনের সঙ্গী, অভিনেতা অঙ্কুশ হাজরার প্রতিক্রিয়া কী? অবশেষে সেই বিষয়েই মুখ খুলেছেন অঙ্কুশ। 

ঐন্দ্রিলার প্রথম সিনেমায় তাঁর নায়ক ছিলেন অঙ্কুশ। কিন্তু পর্দার জুটি হিসেবে বিক্রম-ঐন্দ্রিলা যে বেশি সফল, তা নিয়ে অঙ্কুশের খারাপ লাগে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি হাসিমুখে বলেন, “না না, খারাপ লাগবে কেন? আমি ওদের জীবনে আসার অনেক আগে থেকে বিক্রম-ঐন্দ্রিলা জুটি সফল। আর ছোটপর্দার গ্রহণযোগ্যতা দর্শকের কাছে একেবারে অন্যরকম।” 

তিনি আরও যোগ করেন, “আমরা তিনজন তো খুব ভালো বন্ধু। তাই সবসময় বলি— যদি কাজের সুযোগ আসে বিক্রম ও ঐন্দ্রিলার, তা গ্রহণ করা উচিত। নিজেদের জনপ্রিয়তা কাজে ব্যবহার করা দরকার।” ‘ফাগুন বউ’-এর পর বিক্রম এবং ঐন্দ্রিলা— দুজনেই বড় পর্দা এবং ওয়েব সিরিজের কাজে মন দিয়েছিলেন। দীর্ঘ ছয় বছর পর তাঁদের এই প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। মজার বিষয় হলো, একটা সময় সঞ্চালক হিসেবে অঙ্কুশ-বিক্রম জুটি বেশ জনপ্রিয় ছিল। এবার সেই পুরনো জুটির বিক্রম সঙ্গী হিসেবে পাচ্ছেন ঐন্দ্রিলাকে।

সব মিলিয়ে, অঙ্কুশের এই পরিণত এবং সহযোগিতামূলক মনোভাব প্রমাণ করে, তাঁদের মধ্যেকার বন্ধুত্ব কতটা গভীর। এখন শুধু অপেক্ষা, নতুন এই রিয়্যালিটি শো-তে বিক্রম-ঐন্দ্রিলার নতুন রসায়ন দর্শকদের কতটা মন জয় করতে পারে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0