মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও মোড় ব্লকেড

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেকৃবি শিক্ষার্থীদের দাবি হলো—

* কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা।

* বিএডিসির কোটা বাতিল করে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া।

* কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এর আগে, বুধবার (২৭ আগস্ট) শিক্ষার্থীরা কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে আগারগাঁও এলাকায় ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0