এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে এক ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দিয়েছে। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে হতাহতের সংখ্যা এবং স্বজনদের আহাজারি। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর জানিয়েছে আইএসপিআর। দেশের এই মর্মান্তিক মুহূর্তে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি আহতদের জন্য রক্তদানে এগিয়ে আসতে এবং উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
ভয়াবহ দুর্ঘটনা:
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো এবং স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনাটি ঘটে, যা হতাহতের সংখ্যা বাড়িয়ে দেয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
অপু বিশ্বাসের মানবিক আবেদন:
এই হৃদয়বিদারক ঘটনায় শোকাহত অপু বিশ্বাস তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায়... অনেক নিরীহ শিশু ও শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন।”
আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, “এরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। হয়তো কোথাও রক্তের প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান কারও প্রাণ বাঁচাতে পারে।”
তিনি তাঁর পোস্টে রক্তদানের জন্য উপযোগী কয়েকটি হাসপাতালের নামও উল্লেখ করেন এবং সাধারণ মানুষকে অনুরোধ করেন, “দয়া করে কেউ দুর্ঘটনাস্থলে ভিড় করবেন না বরং উদ্ধার কাজে সহযোগিতা করুন।”
অপু বিশ্বাসের এই মানবিক আবেদন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই এতে সাড়া দিয়ে রক্তদানে ও সহযোগিতায় এগিয়ে আসছেন। পুরো দেশ এখন এই দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা করছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0