বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: যুক্তরাষ্ট্রে ডিম নিক্ষেপের ঘটনায় রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় গুলশান-১ এর স্বপ্ন সুপারশপের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, মোজাম্মেল হক সম্প্রতি যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্যসচিব আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত নেতাকর্মীদের বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছিলেন। এছাড়া তিনি গতকাল (২৩ সেপ্টেম্বর) গুলশানে আওয়ামী লীগের এক মিছিল আয়োজনের জন্য অর্থায়ন করেন বলে অভিযোগ রয়েছে।’
ওসি আরও জানান, ‘মোজাম্মেল হকের মোবাইল ফোন থেকে দলীয় বিভিন্ন কর্মসূচির সূচি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার প্রমাণও পাওয়া গেছে।’
গত সোমবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান বিএনপি-জামায়াতে ইসলামী ও এনসিপির দুজন করে প্রতিনিধি।
এদিন নিউইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ অন্যদের গালিগালাজ করেন সেখানে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া এনসিপি নেতা আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করা হয়।
এ ঘটনার পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
বাংলাফ্লো/এনআর
Comments 0