শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আ.লীগ: শামসুজ্জামান দুদু

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবং এর মূল উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ চায় না। তবে যত বড় ষড়যন্ত্রই হোক বা যত অর্থই ব্যয় করা হোক না কেন, নির্বাচন অবশ্যই হবে—এর কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তাতে অতীতে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। তিনি জানান, বিএনপি মনে করে ড. ইউনূসের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঐতিহাসিকভাবে সম্পন্ন হবে। কারণ, ড. ইউনূস জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন আয়োজন করবেন। গত তিনটি নির্বাচন শেখ হাসিনা “আত্মসাৎ করেছে, লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে।” সেই ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব বর্তমান সরকারের হাতে, আর বিএনপি সেই সরকারকে সমর্থন জানায়।

তিনি আরও বলেন, “কেউ কেউ নির্বাচন ঠেকানোর জন্য, বিএনপি যেন ক্ষমতায় না আসে তার জন্য, তারেক রহমান যেন ক্ষমতায় না আসেন, প্রধানমন্ত্রী হতে না পারেন তার জন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জাতীয় পার্টির অফিসের সামনে ভিপি নুরকে পিটিয়েছে, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে আগামী নির্বাচন বানচাল করা। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। জনগণ যদি আবার জেগে ওঠে তাহলে এসব আঘাতকারীদের কিন্তু রেহাই হবে না।”

ষড়যন্ত্রকারীদের উদ্দেশে দুদু হুঁশিয়ারি দিয়ে বলেন, “বেশি বাড় বাড়া ঠিক হবে না। বেশি বাড়লে বিপদ আছে।” তিনি আরও বলেন, আগামী দিনে ঐক্যবদ্ধ থাকতে না পারলে এবং এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদের মুখে পড়বে। তাই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এবং অন্যান্যরা।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0