বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (৩১ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিট জামায়াত ইসলামী, এনসিপি ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শফিকুল ইসলাম বলেন, নির্বাচন ছাড়া কোনও বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ প্রাধান্য পেয়েছে আজকের বৈঠকে।
তিনি আরও যোগ করেন, সেপ্টেম্বরে শেষ সপ্তাহে দুর্গা পূজা হবে। দুর্গা পূজাকে ঘিরে যেন কোনও ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব পিআর (প্রতি শতাংশ) পদ্ধতি সংক্রান্ত বিষয়ে বলেন, পিআর পদ্ধতি নিয়ে আলোচনা চলমান। ঐকমত্য কমিশন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0