বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৯

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন।

গ্রেফতার দেখানো অন্য আসামিরা হলেন– সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, ডা. দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

আজ সকালে তাদের আদালতে হাজত খানায় আনা হয়। এরপর সোয়া ১০টার দিকে আদালতে হাজির করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেটি মঞ্জুর করেন আদালত।

এর মধ্যে মনিরুল ইসলাম মনুকে আট মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে দুই মামলায়, সালমান, দীপু, আমুকে এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত বছরের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমীর হোসেন আমুকে গ্রেফতার করা হয়। ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেফতার করা হয়েছে। ৪ সেপ্টেম্বর শহীদুল হককে গ্রেফতার করা হয়। ১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। ১৭ সেপ্টেম্বর আবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়। এ বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0