বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ৮ম দিনের বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন। আজকের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন; বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা হবে।
উদ্বোধনী বক্তব্যে আলী রীয়াজ বলেন, প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেসব বিষয় অমীমাংসিত থেকে গেছে সেসব নিয়ে সবাই মিলে আলোচনার জন্য আমরা অগ্রসর হবো। এর আগেও আপনারা যেসব মতামত দিয়েছেন সেসব বিবেচনায় রেখেই আলোচনা হবে।
তিনি বলেন, আলোচনার পরে যদি সবাই একমত হন, তাহলে আমি আশা করি, আমরা একটি সিদ্ধান্তের জায়গায় আসতে পারলে সেটি হবে সবচেয়ে ইতিবাচক দিক। আলোচনার মাধ্যমে সফলভাবে আমরা দিনটা শেষ করতে পারবো।
তিনি আরও বলেন, অনেক প্রাণের বিনিময়ে আমরা আজ এখানে বসতে পেরেছি। সেটা সবসময় আমাদের মনে রাখতে হবে। সেটাই যেন আমাদের দিকনির্দেশক হয়। অনেক প্রাণের বিনিময়ে, অনেক অত্যাচার-নিপীড়নের পরে আমরা আজ একটা সম্ভাবনার জায়গায়, সুযোগের জায়গায় এসেছি। এই সুযোগ হেলায় হারানো যাবে না।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0