মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

এনবিআরের আরও ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মঙ্গলবার (১৫ জুলাই) এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: এনবিআরের আরও আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মূলত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণের দাবিতে আন্দোলন চলাকালে বদলির আদেশ ছিঁড়ে ফেলার প্রতিবাদে অংশ নেওয়ায় ঐ কর্মকর্তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে

মঙ্গলবার (১৫ জুলাই) এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—

ঢাকা কর অঞ্চল-২ এর যুগ্ম-কর কমিশনার মাসুমা খাতুন, ঢাকা কর অঞ্চল-১৫ এর যুগ্ম-কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী ও কুমিল্লা কর অঞ্চলের উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

এছাড়া কর্মস্থলে না জানিয়ে বিদেশ চলে যাওয়ায় এর আগে ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব তানজিনা রইসকে বৃহস্পতিবার (১০ জুলাই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২২ জুন জারি করা বদলির আদেশ অবজ্ঞা করে তা প্রকাশে ছিঁড়ে ফেলায় এসব কর্মকর্তার বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুযায়ী বিভাগীয় কার্যধারা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ধারায় তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময় তারা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।

‘শাটডাউন’ কর্মসূচির সূত্র

গত ২২ জুন আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে হঠাৎ বদলি করে এনবিআর। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, এসব আদেশ ছিল প্রতিহিংসাপূর্ণ এবং আন্দোলন দমনমূলক। এরই প্রতিবাদে ২৪ জুন এনবিআর ভবনে এক ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নিয়ে ওই বদলির আদেশ ছিঁড়ে ফেলেন কর্মকর্তারা।

পরবর্তী সময়ে ২৯ জুন আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করা হলেও সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়। ইতোমধ্যে আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনবিআরের চার শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের আরও অন্তত ১১ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0