জেলা প্রতিনিধি
সাতক্ষীরা: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক হওয়া আটজন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদেরকে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে, ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় এই আটজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। আটককৃতরা হলেন— মো. হারুন, রুপা রানী, সামসুল আলমের স্ত্রী, অনাদি রঞ্জন পরামানিক, জান্নাত বেগম, নীপা, মো. ইকরামুল বিশ্বাস এবং তাঁর স্ত্রী মোছা. রহিমা খাতুন।
আটকের পর, বুধবার বিকেল ৬টার দিকে ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডার এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই আটক আটজনকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি জেসিও নায়েব সুবেদার মো. আবুল কাশেম বলেন, “বিএসএফ কর্তৃক আটক আট বাংলাদেশিকে জিম্মায় গ্রহণ করে সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।”
তবে, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আটজনের মধ্যে পাঁচজনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0