বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে চার দিনব্যাপী (২৫–২৮ আগস্ট) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ২১ সদস্যের এ দল বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদফতর, যৌথ নদী কমিশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত।
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী, আইপিএস। ১১ সদস্যের এ দল বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত।
এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে: সীমান্ত হত্যা ও পুশইন রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান দমন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে অননুমোদিত অবকাঠামো নির্মাণ প্রতিরোধ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ এবং পানির ন্যায্য ভাগ নিশ্চিত করা, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে উত্তেজনা প্রশমন এবং দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় ও সীমান্ত স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা।
সম্মেলন আগামী ২৮ আগস্ট সকালে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। সমাপ্তির পর একই দিন ভারতীয় প্রতিনিধি দল দেশে প্রত্যাগমন করবেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0