বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে জেলার ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরে ধামরাই আঞ্চলিক সড়কের কালিয়াকৈর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে জেলার ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে যাত্রী নিতে কালিয়াকৈর সদরের দিকে যাবার পথে একটি দ্রুতগামী ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়৷ এতে মুহূর্তেই সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন মারা গেছেন। অন্য দুজনকে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0