জেলা প্রতিনিধি
সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মাদরা সীমান্তের তেতুলিয়া এলাকা থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি-৩৩ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের নির্দেশনায়, বিজিবির একটি টহল দল তেতুলিয়া এলাকায় অভিযানে যায়।
এ সময় তারা এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে, সে তার হাতে থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে, ওই ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের নোটের তিনটি বান্ডিল পাওয়া যায়, যেখানে মোট ৩০ হাজার মার্কিন ডলার ছিল।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ডলারের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
জব্দ করা ডলারগুলো আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0