বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা সহায়তা জন্য সিঙ্গাপুর থেকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন।
তিনি জানান, উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুরের ৩ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তারা হলেন- ডা. বিজয়া রাও, পুন লাই কুয়ান ওমি. লিম ইউ হান জোভান। বিমানবন্দরে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাদের স্বাগত জানান।
জানা যায়, রাত ১০টা ৪০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তারা।
এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) রাতেই মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানান।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0