বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর এ পর্যন্ত মোট ৪০ হাজার ৭০৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই চলতি বছরে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৬৭ জনেই রয়েছে। মৃতদের মধ্যে ৮৬ জন পুরুষ এবং ৮১ জন নারী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী নতুন রোগীরা ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা বিভাগের জেলায় ৫২ জন, বরিশাল বিভাগে ৪৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0